বিএএফ শাাহীন কলেজ ঢাকার ৯ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে (বিএনসিসি)ক্যাডেট হিসেবে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এই প্রতিষ্ঠানে অভ্যন্তরে বিএনসিসি-র রমনা রেজিমেন্টের ১নং এয়ার উইংয়ের অফিস রয়েছে। বিএনসিসি-র এয়ার উইংয়ের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করা, বার্ষিক সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করা, শীতকালীন আবাসিক ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করা, এমনকি শ্রেষ্ঠ ক্যাডেটের বিদেশে ভ্রমণের সুযোগ রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান কিংবা অফিসার হিসেবে ভর্তির ক্ষেত্রে এই কলেজের ক্যাডেটগণ বিশেষ সুবিধা পেয়ে থাকে। বর্তমানে বিএনসিসি এয়ার উইংয়ের পিইউও হিসেবে দায়িত্বরত আছেন সহকারী অধ্যাপক সাহিদা আক্তার ও প্রভাষক মোঃ মোশাররফ হোসেন।

সহকারী অধ্যাপক সাহিদা আক্তার , সিইউও, বিএনসিসি প্রভাষক মোঃ মোশাররফ হোসেন, সিইউও, বিএনসিসি