AIUB আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
আমেরিকান বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (AIUB) কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতায় বিএএফ শাহীন কলেজ ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১ সেপ্টেম্বর আয়োজক প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিএএফ শাহীন কলেজ রাজউক উত্তরা মডেল কলেজ ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেমিফাইনালে আদমজী ক্যান্টনমেনট কলেজকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে ফাইলানে উঠে। রাজধানী নামকরা ৩২টি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলকিপার বিবেচিত হয় বিএএফ শাহীন কলেজ ঢাকার শিক্ষার্থী যথাক্রমে বাপ্পি ও সাজ্জাদুর রহমান জিসাদ। কোচের দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস।
আন্তঃকলেজ গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ফুটবলে থানা পর্যায়ে চ্যাম্পিয়ন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা কর্তৃক আয়োজিত ৪৯তম আন্তঃকলেজ গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ফুটবলে থানা পর্যায়ে বিএএফ শাহীন কলেজ ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্যান্টনমেন্ট থানার মধ্যে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শহীদ আয়োয়ার গার্লস কলেজকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে। মেয়ের ফুটবল দলের কোচ ছিলেন সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ও মোছাঃ সোহেলী সুলতানা এবং দলনেতা ছিলেন ইলমা।
২য় উর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়ানশীপ-২০২২ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ ঢাকার শিক্ষার্থী
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন কর্তৃক আয়োজিত ”২য় উর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়ানশীপ-২০২২” প্রতিযোগিতায় বিএএফ শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণির শিক্ষার্থী রিয়াজুল জান্নাত ঊর্ধ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঊর্ধ্ব-এর কোচ ছিলেন সহকারী শিক্ষক আয়েশা পারভিন।