বিজ্ঞান ক্লাব
বিজ্ঞান শিক্ষাকে ছাত্র-ছাত্রীদের মাঝে অধিকতর আগ্রহ সৃষ্টি করা, বিজ্ঞানভীতি দূর করা, নিত্যনতুন বিজ্ঞানমূলক সৃজনশীলতা ও শিল্পকর্ম তৈরিতে উৎসাহ প্রদান এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লক্ষ্যে গঠন করা হয় বিজ্ঞান ক্লাব, বিএএফ শাহীন কলেজ ঢাকা। আমাদের তরুন শাহীনরা বিজ্ঞান বিষয়ক সৃজনশীল কাজে দেশে ও বিদেশে বিশেষভাবে অবদান রাখছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় গৌরবময় সফলতা অর্জনের মধ্যে ২০১১ সালে ট্রাস্ট ব্যাংক নটরডেম কলেজ জাতীয় বিজ্ঞান উৎসব প্রতিযোগিতায় ৪টি, 3rd National Nature Festival -এ ১টি এবং রাজউক কলেজ আন্তঃস্কুল ও কলেজ বিজ্ঞান উৎসবে ১টি পুরস্কার অর্জন উল্লেখযোগ্য। বিজ্ঞান ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১২১ জন। ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দা কুরসিয়া জেবিন।
![]() |
![]() |
Club Logo |
Moderator: Sayeda Qursia Zabin E-mail: qursia.zabin@gmail.com |