Words of the Principal
BAF Shaheen College Dhaka is a well renowned and prestigious educational institution under the Ministry of Education, Secondary and Higher Secondary Directorate, Board of Intermediate and Secondary Education (BISE) Dhaka. The school is efficiently and successfully run by the Bangladesh Air Force, alongside seven other campuses all over the country.
The motto of this institution is Education - Restraint - Discipline and every activity is run in the respect of this motto. Every student that passes the halls of this institute are endearingly known as a ‘Shaheen’, therefore they emulate and embrace the traits that BAFSD stands for. The next generation of this progressive society will be well educated, restrained in their morals and behavior, alongside being taught discipline.
Other than focusing on academic performances, we also provide a broader perspective of the extracurriculars. Our aim is to nurture a student into a well-rounded individual. Our college facilitates a student's needs by providing proper equipment and necessities to progress in life. The students can utilize our vast fields, hockey turf, basketball and squash courts to advance forward in sports. Our amenities include science laboratories, well equipped computer labs and, for enrichment of knowledge, a library for the betterment and skill development of a student. Our green and natural environment ensures open air and a refreshing view for the students. Above all, there are highly qualified teachers devoted to the wellbeing of the students. Their goal is to create an outstanding future for all students.
It is my firestorm belief that, with the cooperation and combined effort of all the students, teachers and parents we can look forward to a better honest and ideal society.
Principal
BAF Shaheen College Dhaka
অধ্যক্ষের বাণী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক সুপরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ ঢাকা। বাংলাদেশে বর্তমানে সাতটি শাহীন কলেজের মধ্যে এটি অন্যতম ‘শিক্ষা-সংযম-শৃঙ্খলা’ হচ্ছে এ কলেজের নীতিবচন। নিষ্ঠার সাথে এ নীতিসমূহ বাস্তবায়নের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড। এ কলেজের ছাত্রছাত্রী প্রত্যেকে এক একজন ‘শাহীন’। একজন শাহীন একটি মুক্ত বিহঙ্গ। স্বাধীন চিন্তাধারায় পরিচ্ছন্ন পরিবেশে সাহসিকতার সাথে মানব পরিমল্ডলে হবে তার বিচরণ।
প্রগতিশীল সমাজের ভবিষ্যৎ নাগরিকেরা হবে সুশিক্ষিত, আচরণে ও জীবনবোধে হবে সংযমী এবং জীবনযাপনে হবে সুশৃঙ্খল। আর সে কারণেই আমাদের মূলনীতি ‘শিক্ষা-সংযম-শৃঙ্খলা’। পুথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ছাড়াও আমরা নানাবিধ সহ-পাঠ্যক্রম কার্যাবলিকেও যথাযথ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের লক্ষ্য একজন শিক্ষার্থীকে মানবিক গুণাবলি সম্পন্ন শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
এ কলেজে রয়েছে দু’টি সুবিশাল খেলার মাঠ, জাতীয়মানের হকি টার্ফ ও ২টি বাস্কেটবল গ্রাউন্ড। বিজ্ঞান চর্চার জন্য রয়েছে গবেষণাগার। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য রয়েছে ২টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। অধ্যয়নের জন্য রয়েছে কয়েক হাজার সময়োপযোগী বইপুস্তক সমৃদ্ধ পাঠাগার। সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য রয়েছে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত অডিটোরিয়াম। নিয়মিত পাঠদানের জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পর্যাপ্ত ক্লাসরুম। বিশাল ক্যাম্পাসে রয়েছে সুবিন্যস্ত বৃক্ষরাজি সমৃদ্ধ তরুদ্যান, যা কলেজকে করেছে আরও প্রাণবন্ত। সর্বোপরি সুযোগ্য শিক্ষক-শিক্ষিকা, যাঁরা অত্যন্ত নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় নিবেদিত।
আমার দৃঢ় বিশ্বাস শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ কলেজ প্রতিটি শিক্ষার্থীকে সৎ, আদর্শ ও মননশীল চিন্তার অধিকারী একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
অধ্যক্ষ
বিএএফ শাহীন কলেজ ঢাকা