আর্ট ক্লাব
রং - তুলিতে ব্যক্তির সুপ্ত মনোবৃত্তি বিকাশিত করা, শিক্ষার্থীদের চারুকলায় আগ্রহী করে তোলা, প্রতিভাবান শিক্ষার্থীদের দক্ষ রূপে গড়ে তোলা এবং চারুকলা সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে গঠিত হয়েছে বি এ এফ শাহীন কলেজ ঢাকা আর্ট ক্লাব। বিভিন্ন স্থানে আর্ট সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতা এবং কার্যক্রমে এই ক্লাবের সদস্যরা অবদান রাখছে। শাহীন প্রাঙ্গণে আর্ট ক্লাবের উল্লেখযোগ্য কাজ - কলেজ ক্যান্টিন সজ্জা। বর্তমানে আর্ট ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ১১৫ জন। ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন চারুকলা বিভাগের সিনিয়র শিক্ষিকা আমেনা আফরোজ এবং কো-মডারেটর হিসেবে আছেন গোপাল চন্দ্র হালদার এবং শুভ্রতা ইয়াসমিন।
Club Logo Moderator: Amena Afroz
Email: [email protected]