রেড হার্ট ক্লাব
"সবুজ বাঁচায় ধরার প্রাণ, রক্ত দিয়ে জীবন বাঁচান"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 'বিএএফ শাহীন কলেজ ঢাকা রেড হার্ট ক্লাব'। ক্লাবটির প্রতিষ্ঠাকালীন এবং বর্তমান মডারেটর অত্র কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ শারফুদ্দিন এবং প্রেসিডেন্ট একই কলেজের এইচএসসি ২৩ ব্যাচের শিক্ষার্থী শোয়েইব আরেফিন।
Club Logo Moderator: Shahnaaz Sharfuddin
Email: [email protected]\
মূলত রক্তদানের উদ্দেশ্যেই ক্লাবটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর আস্তে আস্তে ক্লাবের সদস্য এবং প্যানেল মেম্বার কর্তৃক ম্যানেজকৃত ডোনার ছাড়াও শাহীন স্কুল এবং কলেজ শাখার সম্মানিত শিক্ষকবৃন্দ রক্তদান করেন। তাদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ১৭ মার্চ ২০২৩ থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত আমরা অসংখ্য মানুষকে ক্লাবের মাধ্যমে রক্তদান করেছি এবং এখনো করে চলেছি।
রক্তদানের পাশাপাশি রেড হার্ট ক্লাব গত দুই বছরে 'ইমপালস হাসপাতাল' এর সাথে সমন্বয় করে কলেজে দুইটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
এছাড়া প্রতি রমজান মাসে হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা, অবলা প্রাণীদের নিয়েও খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা ইত্যাদি কাজও করেছেন ক্লাবের স্বেচ্ছাসেবকগণ।
গত কিছুদিন আগে ফেনী এবং কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের নিকট সশরীরে উপস্থিত থেকে প্রায় ১,৩০০ বন্যার্তদের খাদ্য এবং ত্রাণ বিতরণ করেছে এই ক্লাব। তাইতো ক্লাব প্রতিষ্ঠাকালীন ঢাকা শাহীনের মাননীয় অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক স্যারের ভাষায় বলতে চাই, "যতদিন শাহীন আছে, ততদিন গর্বের সাথে টিকে থাকবে বিএএফ শাহীন কলেজ ঢাকা রেড হার্ট ক্লাব।"