বুক স্টল
ছাত্রছাত্রী ও অভিভাবকদের সুবিধার্থে কলেজ ক্যাম্পাসে একটি বুক স্টল রয়েছে, যা বিমান বাহিনী ঘাঁটি বাশারের তত্বাবধানে পরিচালিত। ফলে ছাত্রছাত্রীরা সিলেবাসের বইসমূহ, কলেজে নিজস্ব মনোগ্রাম খচিত খাতা ও ডায়েরিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ন্যায্যমুল্যে ক্রয় করতে পারে। বুকস্টলটি ব্যাংকগেইটের সন্নিকটে হওয়ায় ক্যাম্পাসে প্রবেশ না করেও অভিভাবকরা অতি সহজেই বইখাতাসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করতে পারেন।