সভাপতির বাণী

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ ঢাকা ১৯৬০ সাল থেকেশিক্ষা-সংযম-শৃঙ্খলা মূল নীতিকে ধারণ করে ইগলের ন্যায় ক্ষিপ্র গতিতে ছুটে চলছে শাহীন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বজনীন শিক্ষানীতির আলোকে, স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান সৃজনশীলতা বিকাশে বিএএফ শাহীন কলেজ ঢাকা সর্বদা সচেষ্ট অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের  জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানেও উক্ত প্রতিষ্ঠান বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মহান মুক্তিযুদ্ধ দেশপ্রেম চেতনায় উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিতস্মার্ট বাংলাদেশএর স্মার্ট নাগরিক হয়ে শিক্ষার্থীরা উদ্ভাসিত করবে দেশ, জাতি পৃথিবীকে।  

প্রতিষ্ঠানের গুণী শিক্ষকমণ্ডলী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবীয় গুণাবলি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে, এটাই আমার প্রত্যাশা। মাননীয় বিমান বাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে  প্রতিষ্ঠানে যে উন্নয়ন সূচিত হয়েছে, সে ধারা অব্যাহত থাকবে এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি এজন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিভাবকদের সহযোগিতা চাই, চাই একটি সুন্দর পরিবেশ।

বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল বিচারে বিএএফ শাহীন কলেজ ঢাকা সাফল্যের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানে স্কুল পর্যায়ে  দুটি শিফট প্রভাতি দিবা শাখা চালু রয়েছে। কলেজের শৃঙ্খলার মানোন্নয়ের জন্য একজন উপাধ্যক্ষ (প্রশাসন) এবং একজন কলেজ অ্যাডজুটেন্ট রয়েছেন। কলেজ চলাকালীন শিক্ষার্থীদের শৃঙ্খলা তত্ত্বাবধানে রয়েছেন দুজন প্রভোস্ট। এছাড়া আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সুসজ্জিত অভিভাবক অপেক্ষাগা, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাব, ক্যানটিন,  কলেজের ঐতিহ্য সূর্যঘড়ি শহিদ মিনার রয়েছে প্রতিষ্ঠানে  ১২তলা বিশিষ্ট  দৃষ্টিনন্দন কলেজ বিল্ডিং নির্মাণাধীন। এছাড়া কলেজের সৌন্দর্যবর্ধন অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান রয়েছে। অভিভাবক কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সেবা প্রদানের জন্য রয়েছে একটি হেল্প ডেস্ক   শিক্ষার্থীদের সুলভমূল্যে পরিষ্কার-পরিচ্ছন্ন মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশারের তত্ত্বাবধানে ইগল্ ডিলাইট নামে একটি ক্যানটিনসহ আর দুটি ক্যানটিন রয়েছে। সর্বোপরি আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ওয়েবসাইটটি সকল শিক্ষক, অভিভাবক শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষের সকল তথ্য প্রদানে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।      

                                                      

                                                         Gqvi fvBm gvk©vj †gvt kixd DÏxb miKvi

            wRBDwc, wewcwc, GbwWwm, wcGmwm

                                              এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার

                                                          এবং

 

                                                          সভাপতি

                                                          পরিচালনা পর্ষদ, বিএএফ শাহীন কলেজ ঢাকা