ডিবেট ক্লাব
পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা জন্য অত্র কলেজে গঠন করা হয়েছে বিএএফ শাহীন কলেজ ডিবেট ক্লাব। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত জীবনে দক্ষ, বাগ্মী নেতৃত্ব দানে সক্ষম ও যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্য হচ্ছে এই ডিবেট ক্লাবের মূল উদ্দেশ্য। অত্র ক্লাবের অর্জনগুলোর মধ্যে ৮ম জাতীয় টেলিভিশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াসহ এটিএন বাংলায় সনাতন ও পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায়, বাংলোদেশ টেলিভিশন আয়োজিত মা ও শিশু বির্তক প্রতিযোগিতায় অত্র কলেজের প্রতিযোগীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। এছাড়া এই ক্লাব আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতায় প্রতিবছর সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। বর্তমানে স্কুল ও কলেজ শাখার প্রায় ৫০জন ছাত্র-ছাত্রী ডিবেট ক্লাবের স্বক্রিয় সদস্য। ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ভূগোল বিভাগের প্রভাষক জনাব মোঃ সাজ্জাদ হোসেন এবং সহযোগী হিসেবে আছেন সিনিয়র শিক্ষক জনাব সূফী আহমেদ।
Club Logo Moderator: Md. Sajjad Hossain
Email: [email protected]