আইটি ক্লাব

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অধিকতর দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতির পর্যায়ে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয় শাহীন আইটি ক্লাব।  ৮ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বিশেষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ক্লাবের সদস্য হিসেবে মনোনীত করা হয়। এই ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ৬০জন। কম্পিউটার ক্লাসের পাশাপাশি পূর্ব নির্ধারিত সময় বা অফ-পিরিয়ডের সময় এই ক্লাবের সদস্যরা এইচটিএমএল, সি প্রোগ্রামিং, আইটি কুইজ, আইটি অলিম্পিয়াড প্রভৃতির উপর কম্পিউটার ল্যাবে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকে। কম্পিউটার ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আফিফা জাহান এবং কো-মডারেটর হিসেবে আছেন প্রভাষক মোঃ সোহেল রানা ও  প্রভাষক মেহজাবীন রেজা।

 

               

                               ggg