এয়ার স্কাউট
১৯৭৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এয়ার স্কাউট। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত এয়ার স্কাউটের প্রধান কাজের মধ্যে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা প্রদান করা এবং জাতীয় ও আর্ন্তজাতিক দিবসের তাৎপর্য ও গুরুত্ব প্রচারে র্যালীতে অংশগ্রহণ করা, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রভৃতি উল্লেখযোগ্য। বিএএফ শাহীন কলেজ ঢাকার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এয়ার স্কাউটের ৪টি ইউনিটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এইসব ইউনিটের সদস্য সংখ্যা প্রায় ১৭০। কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন অনুষ্ঠান এবং জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন দিবস সুষ্ঠুভাবে উদযাপন করার কাজে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইসব ইউনিট পরিচালনার দায়িত্বে রয়েছেন স্কাউটের উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ হেলাল উদ্দিন। কাব স্কাউটের লিডারের দায়িত্বে রয়েছেন কাব স্কাউটের উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক জনাব আ.শা.ম তানভীর আলম এবং সহযোগিতায় দেওয়ান আবুল কালাম আজাদ। এছাড়া গার্লস স্কাউটের কাব শাখার দায়িত্বে রয়েছেন লুৎফুনাহার ও স্কাউট শাখায় ওয়াহিদা আশেকা জেমী।