রেড হার্ট ক্লাব

অফিশিয়ালি যাত্রা শুরু: ১৭ মার্চ, ২০২৩ ( জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে) শ্লোগান: সবুজ বাঁচায় ধরার প্রাণ রক্ত দিয়ে জীবন বাঁচান মূল কাজ: -রক্তদান, মানুষের মধ্যে রক্ত দান সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগে বিপদে আপদে মানুষের সেবায় নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে ক্লাবটির সৃষ্টি। ক্লাবটির সদস্যরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তিকে রক্ত দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। রমজান মাসে দুস্থদের মাঝে ইফতার বিতরণ সহ গত২৮।০৫।২৩ তারিখে ইমপালস হসপিটাল এর সহযোগিতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।

                                            

                                 Club Logo                                       Moderator: Shahnaaz Sharfuddin

                                                                                         Email: [email protected]\

বিপদে-আপদে রক্তদানের মতো মহৎ কাজে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে রক্তদানে উৎসাহিত করা, মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই বিএএফ শাহীন কলেজ ঢাকা রেড হার্ট ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য।